রিতান মাহমুদ জাফর (গাংচিল প্রতিনিধি): নোয়াখালী কোম্পানীগঞ্জের নীতিনির্ধারক, ০৪ লক্ষ্য মানুষের হ্নদয়ের স্পন্দন মেয়র আব্দুল কাদের মির্জাকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে গাংচিল ৮ নং ওয়ার্ড মেম্বার মোজাম্মেলের ক্ষোভ প্রকাশ এবং পাবলিকের গনধোলায়ে আহত কিল্লার বাজারের আলাউদ্দিন নামে এক যুবক।
আজ (১৭ এপ্রিল) শুক্রবার সন্ধ্যায় গাংচিল বাজার জিরো পয়েন্টে ঘটে এ ঘটনাটি। এ নিয়ে উপস্থিত জনগণকে জিজ্ঞেস করলে তারা বলেনঃ আলাউদ্দিন আজ বিকাল ৪:০০ টার সময় বাজারে করোনা ভাইরাস পরিস্থিতিতে গনজমায়েতের উপর নিষেধাজ্ঞা থাকার পরও কোন কারণ ছাড়াই লোকসমাগম করে।
বিষয়টি স্থানীয় মোজাম্মেল মেম্বারের নজরে আসলে তিনি সকল লোককে গনজমায়েতে সরকারের আইন মেনে চলার তাগিদ দিলে ও আব্দুল কাদের মির্জার নির্দেশ মানতে বললে হঠাৎ আলাউদ্দিন এতে ক্ষিপ্ত হয়ে মোজাম্মেল মেম্বারের দিকে ইঙ্গিত করে বলে তুই ও মরবি তোর মির্জার ও ক্ষমতা চলে যাবে, এ ছাড়া ও অশালীন ভাষা ব্যবহার করে মেয়র আব্দুল কাদের মির্জাকে অবমাননা করে থাকে। এরই প্রেক্ষিতে মোজাম্মেল মেম্বার আলাউদ্দিনকে এরুপ মন্তব্যে বাধা দেয়া। এ সময় মোজাম্মেল মেম্বার সহ জনগণ তার ভাষায় ক্ষিপ্ত হয়ে আলাউদ্দিনকে গণধোলাইয় দিতে থাকে, পরিশেষে আহত অবস্থায় আলাউদ্দিন পালিয়ে যায়। কিছুক্ষণ পরেই আলাউদ্দিনকে চৌকিদার দ্বারা আটক করা হয়।
আব্দুল কাদের মির্জাকে নিয়ে এরূপ কটুক্তির প্রতিবাদে এখন আলাউদ্দিনের উপর এলাকাবাসী ক্ষুব্ধ।
এ নিয়ে মোজাম্মেল মেম্বারকে জিজ্ঞেস করলে তিনি বলেন, আমাদের নেতা আব্দুল কাদের মির্জাকে কটুক্তি করলে তাৎক্ষনিক আমি ও এলাকাবাসি ক্ষিপ্ত হয়ে প্রতিবাদের চেষ্টা করি। এতে করে সে পালিয়ে যায়।পরিশেষে তাকে চৌকিদার দ্বারা আটক করি।
বর্তমানে আমি এবং আমার এলাকাবাসী আলাউদ্দিনের কঠিন বিচারের দাবি জানাই এবং যতক্ষন পর্যন্ত এই কটুক্তির কোন বিচার না পাবো ততক্ষন পর্যন্ত আমি এবং এলাকাবাসি কঠোর অবস্থানে যেতে বাধ্য হবো।
1 মন্তব্যসমূহ
আব্দুল কাদের মীর্জা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই, ওর
উত্তরমুছুনলোকজনের আইন নিজের হাতে তুলে নেওয়া উচিৎ হয় নাই ।