ইউনুছ শিকদার: করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে চট্টগ্রামের পাহাড়তলীর ১০টি বাসাবাড়ি ও একটি স্কুলের এপ্রিল মাসের ভাড়া মওকুফ করে দিয়েছেন, আলহাজ্ব আকবর হোসেন ডুবাইওয়ালা নামের এক বাসার মালিক।

তিনি, নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের আলহাজ্ব বেলায়েত হোসেনের ছেলে। ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম জেলার পাহাড়তলী এলাকায়।করোনা ভাইরাস মোকাবেলায় দেশের বিভিন্ন প্রতিষ্ঠান সরকারের পক্ষ থেকে বন্ধ ঘোষণা করায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

আকবর হোসেন মুঠোফোনে জানান, করোনাভাইরাস মোকাবেলায় সরকারের নির্দেশ পাওয়া মাত্রই তিনি ঐ এলাকায় তার মালিকানায় থাকা সকল বাসার ভাড়া মওকুফের ঘোষণা দেন। এছাড়াও উনার এলাকায় বিভিন্ন দূর্যোগ মূহুর্তে অসহায়দের মাঝে বিভিন্ন সাহার্য্য সহযোগীতা করে আসছেন।

এ সময় তিনি বলেন, সকল ভাড়াটিয়ার অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে তাদের এই এক মাসের ভাড়া মওকুফ করা হয়েছে। আকবর হোসেন আরও বলেন, প্রয়োজন হলে এই মওকুফের সময় আরও বাড়ানো হবে।

এছাড়াও দেশের সবার অবস্থা বিবেচনা করে প্রত্যেকের জায়গা থেকে দায়িত্ব পালনের আহবানও জানান তিনি৷ একই সাথে সবাইকে সর্বোচ্চ সচেতন থাকার পরামর্শও দেন আলহাজ্ব আকবর হোসেন।