সুবর্ণচরে প্রায় ৫ হাজার কৃষককে আউশ প্রণোদনা প্রদান

ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধি : সুবর্ণচরে প্রায় ৫ হাজার কৃষককে আউশ প্রণোদনা প্রদান করেছে সুবর্ণচর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর৷ বৃহস্পতিবার (২এপ্রিল) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে প্রণোদনা কার্যক্রম অনুষ্ঠিত হয়৷ 

সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন অর রশীদের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল-আমীন সরকার৷ 

সুবর্ণচরে প্রায় ৫ হাজার কৃষককে আউশ প্রণোদনা প্রদান

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এটিএম মহিতুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. ফখরুল ইসলাম, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. কামাল উদ্দিনসহ উপজেলায় কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও ও সহস্রাধিক কৃষকরা৷ 

এসময় উপজেলার ৮টি ইউনিয়নের ৪হাজার ৫শ কৃষকদের প্রতিজন কৃষককে ৫কেজি আউশ বীজ, ১০কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি স্যার বিনামূল্যে বিতরণ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর৷