কমলনগরে অবৈধ কারেন্ট জাল পোড়ানোসহ জরিমানা ১ লাখ ৫০ হাজার টাকা

ইউনুছ শিকদার (রামগতি) লক্ষীপুর : রামগতি কমলনগরের মতিরহাট মাতব্বরহাট এলাকা সংলগ্ন মেঘনা নদীতে প্রশাসন অভিযান চালিয়ে প্রায় ২লাখ ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩০ জেলেকে আটক করা হয়। 

বুধবার ২০/৩/২০২৪ ইং সনে রামগতি কমলনগরের মেঘনা তীরবর্তী এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

কমলনগরে অবৈধ কারেন্ট জাল পোড়ানোসহ জরিমানা ১ লাখ ৫০ হাজার টাকা

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন,কমলনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি জানাব, শামসুদ্দিন মো: রেজা, সিনিয়র মৎস্য কর্মকর্তা জনাব,আবদুল কুদ্দুছ এবং বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ী রামগতি লক্ষ্মীপুরের অফিসার ইনচার্জ ফেরদৌস আহম্মদসহ অন্যান্য সদস্যদের সমন্বয়ে কমলনগর থানাধীন মতিরহাট, মাতব্বরেরহাট বরাবর মেঘনা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করিয়া ৩০জন জেলেকে ০৭ টি নৌকা, ৬০কেজি বিভিন্ন প্রজাতির মাছ এবং ২,২০,০০০ মিটার কারেন্ট জালসহ আটক করা হয়। ৩০ জন জেলে প্রত্যেককে ৫০০০ টাকা করে সর্বমোট ১,৫০,০০০ টাকা জরিমানা করেন।

নৌকা ০৭ টি উপজেলা মৎস্য কর্মকর্তার হেফাজতে আছে, অবৈধ কারেন্ট জাল জন সম্মুখে আগুনে পুড়াইয়া ধ্বংস করা হয় এবং মাছ স্থানীয় মাদ্রাসায় বিতরণ করা হয়।