ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধি: সুবর্ণচরে দিনে-দুপুরে প্রকাশ্যে রাস্তা থেকে গলা কাটা লাশ উদ্ধার। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করেছে সুব্রত দাসকে । তবে পুলিশ তাৎক্ষণিক এ হত্যাকান্ডের কোন সঠিক কারণ জানাতে পারেনি।
সোমবার (১৩ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার চর জুবলী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের চর জুবলী গ্রামের পলোয়ান বাড়ির সামনে আটকপালিয়া থেকে পরিষ্কার বাজার সড়কে এ ঘটনা ঘটে।
নিহত সুব্রত চন্দ দাস (৪০) উপজেলার চর আমান উল্লাহ ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের চিরু রঞ্জন দাসের ছেলে। ব্যক্তিগত জীবনে সুব্রত দাস ২ সন্তানের জনক ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুব্রত চন্দ্র দাস একজন বেকার ছিলেন। তার স্ত্রী রিক্তা রানী দাস উপজেলার সমিতির বাজার স্বাস্থ্য সেবা বিভাগে চাকরি করতেন। স্ত্রীকে অফিস থেকে আনার জন্য সুব্রত দুপুরে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে স্ত্রীর কর্মস্থলের উদ্দেশ্যে রওয়ানা দেন। ধারণা করা হচ্ছে, যাত্রা পথে উপজেলার আটকপালিয়া বাজারের পশ্চিমে পলোয়ান বাড়ির সামনে পৌঁছলে অজ্ঞাত দুর্বৃত্তরা সুব্রতের মোটর সাইকেলের গতিরোধ করে। এরপর সেখানে তাকে গলা কেটে ও মাথায় কুপিয়ে হত্যা করে লাশ রাস্তার পাশে ফেলে চলে যায়।
নিহতের চাচা লিটন চন্দ্র দাস বলেন, স্ত্রীকে কর্মস্থল থেকে আনতে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। তবে হত্যাকান্ডের সময় কেউ বিষয়টি দেখেনি। ওই সময় তার মোটর সাইকেলটি ঘটনাস্থলে পড়ে ছিল। পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে আসে।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতের গলা কাটা ও মাথায় কোপের দাগ রয়েছে। কে বা কাহারা তাকে হত্যা করে রাস্তায় লাশ ফেলে চলে যায়। পুলিশ হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা চালাচ্ছে। মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। পরবর্তীতে নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
0 মন্তব্যসমূহ