ইউনুছ শিকদার, নোয়াখালী: গাংচিল কিল্লার বাজারের পূর্ব পাশে সংযোগ সড়কের পাকা করণ কাজে নিম্নমানের ইটের কণা ও উপকরণ ব্যবহারের অভিযোগ সম্প্রতি গাংচিল অনলাইন.কম এবং সময়ের কাগজ সহ গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হলে নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন।
অভিযোগ ওঠার পর, 'গাংচিল অনলাইন' এর অনুসন্ধানী প্রতিবেদন ও জনমতের ভিত্তিতে আজ সকালের দিকেই প্রশাসনের নজরে আসে বিষয়টি।
এরপরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়কে ব্যবহৃত নিম্নমানের নির্মাণ সামগ্রী সরিয়ে নেওয়ার কাজ শুরু করে। দেখা যায়, নির্মাণাধীন সড়ক থেকে একে একে সরিয়ে ফেলা হচ্ছে দৃষ্টিকটূ ইটের কণা, অপ্রসেসড বালু ও অন্যান্য অনুপযুক্ত উপকরণ।
এলাকাবাসীরা জানায়, সড়কটি হচ্ছে স্থানীয়দের চলাচলের অন্যতম প্রধান পথ। নিম্নমানের কাজের কারণে ভবিষ্যতে ভোগান্তির আশঙ্কা ছিল প্রবল। প্রশাসনের দ্রুত পদক্ষেপে অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন।
গাংচিল অনলাইন ও সময়ের কাগজ বরাবরের মতোই এবারও ছিল জনগণের পক্ষের কণ্ঠস্বর। আমরা গণমানুষের সমস্যা নিয়ে কথা বলি, সত্য তুলে ধরি, এবং জনগণের অধিকার রক্ষায় সোচ্চার থাকি।
0 মন্তব্যসমূহ