সুবর্ণচরের থানারহাটে কিন্ডারগার্টেন এর শিক্ষকদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ সমাপনী

ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচর উপজেলা প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান এসোসিয়েশনের উদ্যোগে চর বৈশাখী থানারহাটে ২ দিনব্যাপী শিক্ষানীতি ২০২৩ ইং প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। 

শনিবার (২৮ জানুয়ারী২৩ইং) চর বৈশাখী থানারহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে ২৭ তারিখ থেকে শুরু হওয়া কিন্ডারগার্টেন শিক্ষকদের প্রশিক্ষণ শুরু হয়ে শেষ হয়েছে আজ।

সুবর্ণচরের থানারহাটে কিন্ডারগার্টেন এর শিক্ষকদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ সমাপনী

এম্বিশ্বন স্কুল এণ্ড কলেজ এবং ডায়নামিক স্কুল এণ্ড কলেজের যৌথ উদ্যোগে সুবর্ণচর উপজেলার ২৩টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক শিক্ষক-শিক্ষিকা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল করিমের পরামর্শে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। ৫ জন অভিজ্ঞ মাষ্টার ট্রেইনারের পরিচালনায় ৬টি বিষয়ের উপর প্রতিদিন সকাল ৯:টা থেকে বিকাল ৫:টা পর্যন্ত প্রশিক্ষণ গ্রহণ করেন শিক্ষকগন।

এম্বিশ্বন স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ মিরাজ উদ্দিন বলেন, প্রায় ২ শতাধিক শিক্ষক-শিক্ষিকা মাধ্যমিক শিক্ষা অফিসার শহীদুল করিম এর পরামর্শে প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন। আশা করছি, উনারা নতুন কারিকুলাম অনুযায়ী কোমলমতি শিক্ষার্থীদের মাঝে তাদের অর্জিত জ্ঞান বিতরন করে শিক্ষার প্রদীপ প্রোজ্জ্বল করবেন।

ডায়নামিক স্কুলের প্রধান শিক্ষক ফোরকান উদ্দিন মাসুদ  বলেন, সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বাংলাদেশের কিন্ডারগার্টেন স্কুলগুলো উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীকে মানসম্মত শিক্ষা প্রদান করে আসছে। তিনি আরোও বলেন, বিষয়ভিত্তিক প্রশিক্ষণ শেষে আশা করছি আমাদের শিক্ষকগন সরকারের নতুন শিক্ষানীতি বাস্তবায়নে সহায়ক ভুমিকা পালন করবে।