নোয়াখালী প্রতিনিধিঃ ইঞ্জিন বিকল হয়ে তিনদিন ধরে বঙ্গোপসাগরে ভাসতে থাকা নোয়াখালীর বয়ারচরের ১৫ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গত ২১ সেপ্টেম্বর এফভি সুরমা-১ নামের একটি মাছ ধরার নৌকা নোয়াখালীর হাতিয়ার বয়ারচরের চেয়ারম্যান ঘাট থেকে ১৫ জেলে নিয়ে বঙ্গোপসাগরের সাংগু গ্যাসফিল্ড এলাকার দিকে রওয়ানা দেয়। পরে ২৩ সেপ্টেম্বর রাতে সাংগু গ্যাসফিল্ড থেকে দক্ষিণ-পশ্চিমে আনুমানিক ১৫ নটিক্যাল মাইল দূরে ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসতে থাকে। বিকল হওয়া নৌকাটি ভাসতে ভাসতে রোববার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় মোবাইল নেটওয়ার্কের আওতায় চলে আসে।
তিনি আরও জানান, কোস্ট গার্ডের ভাসানচরের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে ১৫ জেলেকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার জেলেদের কোস্টগার্ড স্টেশন ভাসানচরে নিয়ে এসে খাবার ও চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
1 মন্তব্যসমূহ
Play the best actual money slots in minutes at any of the shortlisted casinos on this page. With hundreds of slot machines and progressives from prime providers, these on-line casinos offer profitable slots bonuses to get you started. Read on search out|to search out} the best slots casinos and key suggestions for playing in} on-line slots for actual money. Stay far-off from the massive progressive slots with multi-million greenback jackpots, similar to Wheel of Fortune and Megabucks. “The casino’s take on 점보카지노 these machines is much larger,” says Bluejay.
উত্তরমুছুন