লক্ষ্মীপুর প্রতিনিধিঃ নারী ধর্ষণ ও নির্যাতন বন্ধ করি, নারী বান্ধব দেশ গড়ি। এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হয়েছে বিট পুলিশিং সমাবেশ।

শনিবার (১৭ অক্টোবর) দিনব্যাপী সদর উপজেলার লাহারকান্দী ইউনিয়ন পরিষদের হল রুমে এই সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়।

হারকান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন মুশু পাটোয়ারীর সভাপতিত্বে ও সচিব মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশের উপ- পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম,ইউপি সদস্য আলমগীর হোসেন রকি,আবদুস সাত্তার,সংবাদ কর্মী জামাল উদ্দিন বাবলু,রবিন হোসেন তাসকিন সহ উপস্থিত নারী পুরুষ গন। 

বক্তারা বলেন অসামজিক কার্যকলাপ বন্ধ করতে হলে গণসচেতনা সৃষ্টি করতে হবে। নারী ধর্ষন ও নির্যাতন রোধে সামাজিক নিরাপত্তা বেষ্টুনী তৈরি করতে হবে। 

পুলিশ কর্মকর্তা নজরুল ইসলাম বক্তব্যে বলেন সামাজিক নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা সু-রক্ষিত রাখতে বাংলাদেশ পুলিশ নিরলস ভাবে মফস্বল অঞ্চলে বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে কাজ করে যাচ্ছে।নগন সামাজিক সম্বনয়তার মাধ্যমে সকল আইনি সহায়তা হাতের নাগালে পাবে বিট পুলিশিং এর মাধ্যমে।