ইটেরভাটা

ইউনুছ শিকদার (সুবর্ণচর) নোয়াখালী : নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় অবৈধভাবে ইটভাটা নির্মাণ করায় এস বি আর ইটভাটা উচ্ছেদ ও জরিমানা করা হয়েছে । 

বুধবার(২৩ শে সেপ্টেম্বর) সকাল ১১ টায় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ও সুবর্ণচর উপজেলা প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।এই অবৈধ ইটভাটাকে নগদ এক লক্ষ টাকা জরিমানা করা হয়।


সুবর্ণচর উপজেলার আল আমিন বাজার থেকে পূর্ব দিকে থানার হাট বাজারের দিকে যাওয়ার পথে ছিদ্দিক মার্কেট এর পাশে এই ইটভাটাটি কৃষি জমিনের উপর নির্মাণ করা হচ্ছে এমন তথ্য পেয়ে পরিবেশ অধিদপ্তরের নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক , উপজেলা প্রশাসন, চর জব্বার থানা পুুলিশ, ফায়ার সার্ভিস সুবর্ণচর উপজেলার সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। 

উক্ত ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই এবং লাইসেন্স কোন কিছু না নিয়েই কৃষি জমিতে ইটভাটা স্থাপনের কাজ করে । তাই উক্ত ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুসারে (১,০০০০০) এক লক্ষ টাকা জরিমানা করা হয় । এবং একটি এস্কেভেটর এর সাহায্যে ইটভাটার কিছু অংশ ভাঙ্গা হয় । পর্যাপ্ত লজিস্টিক না থাকায় চিরনী ভাঙ্গা সম্ভব হয়নি । 

উপজেলা নির্বাহী অফিসার এ এস এম ইবনুল হাসান ইভেন বলেন,জনস্বার্থে অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা অব্যাহত থাকবে ।