বায়জীদ ভূঁইয়া

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে রায়পুর উপজেলা নির্বাচন কর্মকর্তা দীপক বিশ্বাস এ তফসিল ঘোষণা করেন।

অনুসন্ধানে জানা যায়, প্রয়াত শাহজাহান কামালের মৃত্যুতে শূন্য হওয়া লক্ষীপুরের রায়পুর উপজেলার ৬নং কেরোয়া ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে জনপ্রিয়তা ও গনসংযোগে এগিয়ে রয়েছেন বায়েজদী ভূঁইয়া। উন্নয়নের দারা অব্যাহত রাখতে দীর্ঘদিন এই এলাকায় দলীয় নেতা-কর্মী ও গণমানুষের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি বায়েজীদ ভূঁইয়াকে চান স্হানীয় নেতা-কর্মীরা। তিনি লক্ষীপুর জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ছিলেন।

ঘোষিত তফসিল অনুযায়ী জানা যায়, আগামি ১৬ থেকে ২৩ সেপ্টেম্বর উপজেলা নির্বাচন কর্মকর্তার সংশ্লিষ্ট কার্যালয় থেকে মনোনয়নপত্র গ্রহণ ও দাখিল, ২৬ সেপ্টেম্বর বাছাই, ০৩ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহার ও ২০ অক্টোবর ভোটগ্রহণের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

জানতে চাইলে লক্ষীপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ন-আহবায়ক বায়েজীদ ভূঁইয়া বলেন, কেরোয়া ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়নে রূপায়ন করবো, এ ইউনিয়নের প্রতিটি মানুষ হবে আদর্শবান। মানুষের জন্য কাজ করবো। আপদে-বিপদে মানুষের পাশে থাকবো। দীর্ঘদিন ধরে অবহেলিত এবং উপেক্ষিত এই কেরোয়ার প্রতিটি ওয়ার্ডের রাস্তা-ঘাট, মসজিদ মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান সহ সর্বসাধারণের প্রয়োজনে আমি উনাদের পাশে দাঁড়াতে চাই। এখানে ইতোমধ্যে আমি আমার নেতৃত্তে এলাকার যুব সমাজকে সাথে নিয়ে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি । আমি চেয়ারম্যান নির্বাচিত হলে, জন প্রতিনিধিত্ত করার সুযোগ পেলে এখানে চুরি, ডাকাতি, মাদক দ্রব্যের আখড়া ভেঙ্গে চুরে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে আমার কেরোয়ার জনগণ এব্যাপারে আমাকে আন্তরিক ভাবে সহযোগিতা করবে বলে আমি বিশ্বাস করি।

উল্লেখ্য: গত ১৪ জুলাই রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহজাহান কামাল করোনা আক্রান্ত হয়ে মারা যান।