লক্ষ্মীপুর প্রতিনিধিঃ বঙ্গবন্ধু কন্যা ও রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষ্যে লক্ষ্মীপুরে দোয়া ও কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।সোমবার ২৮ সেপ্টেম্বর লক্ষ্মীপুর জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী সমিতি আয়োজনে রাতে লক্ষ্মীপুর জেলা পরিষদের হলরুমে অনুষ্টিত হয় ।

এসময় লক্ষ্মীপুর জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী সমিতির আহবায়ক ও নন্দন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রাজু আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান।

সমিতির যুগ্ম আহবায়ক রেজাউল করিম রিয়ানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোজাম্মেল হায়দার মাছুম ভুঁইয়া, জেলা শ্রমিকলীগের আহবায়ক মামুনুর রশিদ, জেলা পরিষদের সদস্য মাহবুবুল হক মাহবুব, লক্ষ্মীপুর কেয়ার এডুকেশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান আসাদ, যুবলীগ নেতা মাছুম মোল্লা।

এছাড়াও উপস্থিত ছিলেন, মনজুর রহমান, শংকর মজুমদার, শামীম, ইসমাইল খান সুজন, সোহেল হোসেন শাহিন প্রমুখ।