পুলিশ

ইউনুছ শিকদারঃ  এক মিনিট করতালি দিয়ে শহীদদের সম্মান জানালো পুলিশ মহামারি করোনাভাইরাসের বিরুদ্ধে ফ্রন্টলাইন যোদ্ধা হিসেবে যারা কাজ করছেন এবং এরই মধ্যে যারা প্রাণ হারিয়েছেন সেই শহীদদের প্রতি সম্মান জানাতে ব্যতিক্রমী আয়োজন করেছে নোয়াখালী জেলা পুলিশ প্রশাসন।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ সুপার কার্যালয়ে এক মিনিট অবিরাম করতালির মধ্য দিয়ে ব্যতিক্রম এ র্কমসূচি পালন করা হয়।

নোয়াখালী পুলিশ

পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেনের উপস্থিতিতে অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খিসাসহ নোয়াখালী পুলিশ প্রশাসনের বিভিন্ন স্তরের অফিসার ও সদস্যরা অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত, মহামারি করোনা প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে নোয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশ প্রশাসনের সব ইউনিটের সদস্যরা রাষ্ট্রীয় দায়িত্ব পালনের পাশাপাশি অসহায় দুস্থদের পাশে দাঁড়িয়েছেন।

এছাড়া পুলিশ লাইন্সে করোনা রোগীদের বিনামূল্যে অক্সিজেন সরবরাহের লক্ষে অক্সিজেন হাসপাতালের ব্যবস্থা করেছেন পুলিশ সুপার। নোয়াখালী জেলা পুলিশের এসব মানবিক কর্মসূচি ইতোমধ্যে সচেতন মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।