নিহত মো. আরাফাত (৮) উপজেলার বদলকোট ইউনিয়নের সমর উদ্দিন ফকির বাড়ির প্রবাসী তাজুল ইসলাম’র ছেলে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে নিহতের বসত ঘর থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয়া নিহতের পরিবারের বরাত দিয়ে বলছে, শুক্রবার সকাল ১০ টা থেকে ১১টার মধ্যে ঘরে খেলতে গিয়ে অসাবধানতাবশত গলায় ফাঁস পড়ে গিয়ে শিশু আরাফাতের মৃত্যু হয়।
চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিকেলের দিকে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। পুলিশ বিষয়টি গভীর ভাবে খতিয়ে দেখছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।
0 মন্তব্যসমূহ