লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে পুলিশের সেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দিতে রায়পুরে ‘বিট পুলিশিং’ কার্যক্রম উদ্বোধন কর হয়।
মঙ্গলবার দুপুরে (৩০ সেপ্টেম্বর) লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মেঘনা উপকূলীয় অঞ্চল হায়দরগন্জ উপশহড়ে রেষ্ট হাউজে ‘বিট পুলিশিং সফল করি-অপরাধমুক্ত সমাজ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাদক, জঙ্গি, ইভটিজিং, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইমসহ সামাজিক অবক্ষয় প্রতিরোধে বিট পুলিশিং সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার আরও বলেন, পুলিশের সেবা শতভাগ নিশ্চিত করবে বিট পুলিশিং। তাই মেঘনা উপকূলী অঞ্চলের বর্ডার এলাকা বাড়তি নিরাপত্তা, জলদশ্যু রোধে, স্থানীয় মাদক, সন্ত্রাস, চাঁদাবাদ, জঙ্গী, ইভটিজার, বাল্যবিয়ে, যৌতুকসহ যেকোনো সমস্যায় বিট পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার জন্য সকলকে অনুরোধ জানিয়েছেন। অনুষ্ঠানের আগে বিট পুলিশিং কার্যক্রম উদ্ধোধন করেন।
রায়পুর উত্তর চর আবাবিল ইউপি চেয়ারম্যান ও বিট পুলিশিং এর সভাপতি শহীদ উল্যা বিএসসির সভাপত্বিতে ও সাংবাদিক মোস্তফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারি পুলিশ সুপার স্পীনা রানী প্রামানিক, রায়পুর থানার ওসি আবদুল জলিল, হায়দরগন্জ ফাঁড়ি থানার পরিদর্শক মোঃ জাহাঙ্গির, প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলম মিন্টু, বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সাধারন সম্পাদক মাইনুদ্দিন মোল্লা, সমাজ সেবক কৌশিক আহাম্মেদ সোহেল প্রমুখ।
0 মন্তব্যসমূহ