ইউনুছ শিকদার (সুবর্ণচর) নোয়াখালী : নোয়াখালীর সুবর্ণচরে দেশের শীর্ষস্থানীয় পাক্ষিক ম্যাগাজিন 'অপরাধ জগত' এর ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

অপরাধ জগত পাঠক ফোরামের উদ্যােগে ৬ জুলাই (সোমবার) সুবর্ণচর উপজেলা প্রেসক্লাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অপরাধ জগত ম্যাগাজিনের স্টাফ রিপোর্টার মোঃ ইমাম উদ্দিন সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহেদ উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন, সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ২ নং চরবাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম রাজিব, সুবর্ণচর উপজেলা প্রেসক্লাবের সভাপতি বাবু লিটন চন্দ্রদাস, শিক্ষক নেতা আলী আক্কাস।

এসময় আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক আব্দুল বারী বাবলু, মোজাহিদুল ইসলাম সোহেল, আরিফ সবুজ, মহিব উল্যাহ মহিব, আব্দুল্যাহ রানা, ইউনুছ শিকদার, মানবাধিকার কর্মি নাজমুল হাসান জুয়েলসহ স্থানীয় সাংবাদিক, শিক্ষকসহ নেত্রীস্থানীয় ব্যক্তিববর্গ।

বক্তারা বলেন, "সাংবাদিক জাতির বিবেক, তাদের কর্মনিষ্ঠা এবং সাহসি ভূমিকা পালনের কারনে সমাজের সকল অন্যায়, অনিয়ম, দূর্নীতির সংবাদ আমরা পাই, সে অনুযায়ী অপরাধীরা সাজাও পাচ্ছেন, করোনা কালে প্রথম শ্রেনীর করোনা যোদ্ধা সাংবাদিকগন নিজের জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছেন। করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন সাংবাদিক, পুলিশ, ডাক্তারসহ বহু জ্ঞানীগুনী ব্যক্তিবর্গ তাদের এই আত্নত্যাগ জাতি চিরজীবন মনে রাখবে। অপরাধ জগত দির্ঘ ৩১ বছর ধরে অন্যায় অনিয়মের বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশের মাধ্যমে সারাদেশে তাদের সুনাম অক্ষুন্ন রেখেছে। আমরা অপরাধ জগত ম্যাগাজিনের সার্বিক সফলতা কামনা করি"। 

সকল অন্যায়ের বিরুদ্ধে আপোষহীনভাবে দির্ঘ ৩১ বছর ধরে অপরাধ জগত ম্যাগাজিনটি প্রকাশ করায় ম্যাগাজিনের প্রকাশকও সম্পাদক আলহাজ সোহেল আহমেদের ভূয়সী প্রশংসা করেন বক্তারা। 

পরে অতিথিরা কেক কেটে 'অপরাধ জগত' ম্যাগাজিনের ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন।