Header Ads

Header ADS

লক্ষ্মীপুরে র‌্যাবের অভিযানে বিদেশী মদ উদ্ধার, আটক-২

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর পৌরসভার ২নং ওয়ার্ড বাঞ্চানগরে অভিযান চালিয়ে ৭২টি বিয়ার ক্যান ও ১৯ বোতল বিদেশী মদ’সহ মো. সোলায়মান (৩৫) নামে একজনকে আটক করেছে র‌্যাব-১১। সোমবার (২৯ জুন) দুপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার ভাগিনা রকিকে আটক করেছে র‌্যাব-১১। সোলায়মান পৌরসভার দক্ষিণ বাঞ্চানগর গ্রামের শামছুল ইসলামের ছেলে।

র‌্যাব-১১, সিপিসি-৩ লক্ষ্মীপুর ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে বাঞ্চানগর গ্রামের একটি বাড়িতে অভিযান চালায় র‌্যাব-১১। এ সময় ৭২টি বিয়ার ক্যান ও ১৯ বোতল বিদেশী মদসহ মো. সোলায়মান নামের একজনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে তার ভাগিনা রকিকে আটক করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-৩ লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু সালেহ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

কোন মন্তব্য নেই

TommyIX থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.